ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ফের ইনজুরির শিকার।
সান্তোস এফসির ট্রেনিং সেশনে অংশ নেওয়ার সময় ডান পায়ের উরুর ওপরের অংশে ব্যথা অনুভব করেন এই ফুটবলার।
ইমেজিং পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় নেইমারের ডান উরুর ফেমোরাল মাসলে চোট লেগেছে।
বর্তমানে তিনি সান্তোসের মেডিকেল ইউনিট CEPRAF-এ চিকিৎসা নিচ্ছেন ক্লাবের মেডিকেল ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে।
এই ইনজুরি নেইমারকে সান্তোসের পরবর্তী ম্যাচে মাঠে নামা নিয়ে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তার শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে ম্যাচ ফিটনেস।
ব্রাজিলের ক্লাব ফুটবলে ফেরার পর থেকেই সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার।
এখন তাকে মাঠের বাইরে দেখতে হতে পারে আগামী ম্যাচে।
নেইমারের দ্রুত সুস্থতা কামনা করছে সান্তোস ফুটবল ক্লাবের সমর্থকরা। আর তার ফেরার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া
