ছোট শহরের স্বপ্ন, ব্রাজিলের জার্সিতে জ্বলজ্বলে সত্যি — গ্যাব্রিয়েল মার্টিনেলি
গ্যাব্রিয়েল টেও মার্টিনেলি সিলভা, ব্রাজিলের গুয়ারুলহোস নামের এক ছোট শহরে জন্মেছিলেন ২০০১ সালের ১৮ জুন। ছোটবেলা থেকেই বলের পেছনে দৌড়ানো ছিল তার নেশা, আর স্বপ্ন ছিল একটাই—ব্রাজিলের জার্সি গায়ে জড়ানো।
শুরুটা হয়েছিল ইতালির সাথে সংযুক্ত এক ছোট ক্লাব “ইতুয়ানো” থেকে। সেখান থেকে ইউরোপের নজরে আসা, আর ২০১৯ সালে মাত্র 18 বছর বয়সে আর্সেনালে যোগ দেওয়া। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে গড়ে উঠা—সব মিলিয়ে মার্টিনেলির ক্যারিয়ার যেন সিনেমার মতো।
বর্তমান ক্লাব ইংল্যান্ডে Arsenal FC
এই উইঙ্গারের
মার্কেট ভ্যালু প্রায় সত্তর মিলিয়ন ইউরো
বড় অর্জন গুলোর মধ্য
আর্সেনালের হয়ে FA Community Shield জয়। ব্রাজিল জাতীয় দলের ২০২২ সালের স্কোয়াডে ছিলেন।
২০২১ Tokyo Olympics এ স্বর্ণপদক জয় অনূর্ধ্ব ২৩ দলের হয়ে। প্রিমিয়ার লিগে আর্সেনালের অন্যতম গোলস্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
সামনে বলিভিয়ার সাথে ম্যাচ, বিশ্বকাপের প্রস্তুতিতে শাণ দিতে মরিয়া ব্রাজিল। অনুশীলন চলছে জোর কদমে। তার আগে ব্রাজিল দলের সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে প্রশ্ন করা হয় বাংলাদেশে আপনার অনেক তরুণ ভক্ত আছে, যারা ফুটবলার হতে চায়। আপনি তাদের কী পরামর্শ দেবেন?
মার্টিনেলির জবাব ছিল বাস্তবতা ঘেঁষা, কিন্তু অনুপ্রেরণামূলক
ফুটবলার হতে গেলে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে। তারচেয়েও বড় কথা দেখতে হবে স্বপ্নটা। কারণ, ফুটবলার হওয়া সহজ কিছু নয়। সেই সাথে পরিবার ও বাবা-মায়ের কথাও শুনতে হবে।
এমন কথা, এমন বিনয় আর এমন পথচলা তাই তো গ্যাব্রিয়েল মার্টিনেলি শুধু একজন প্লেয়ার নন, হয়ে উঠেছেন লাখো তরুণের স্বপ্নের নাম।
বাংলাদেশের যারা ফুটবলার হতে চায়, তাদের মনে রাখা উচিত স্বপ্নটা আগে দেখতে হয়, তারপর ছোঁয়ার সাহস রাখতে হয়। মার্টিনেলির গল্প তারই প্রমাম
ব্রাজিলের হোম ট্রেনিং সেন্টার গ্রাঞ্জা কুমারি থেকে অর্ণব বাপি
