সাকিব মেসির দেখা হচ্ছে।
লিওনেল মেশি আসছেন দক্ষিণ এশিয়ায়, ফুটবলের মহারাজা কেবল দক্ষিণ এশিয়ায় আসছেন না, আসছেন প্রতিবেশী দেশ ভারতে। আফসোসটা এবার আপনার আরও দীর্ঘ হবে, দীর্ঘশ্বাসটাও উঠতে পারে জোরে, কারণ বাংলাদেশের খুব কাছে এলেও এ দফায় এলএম টেনের বাংলাদেশে আসা হচ্ছে না।
কলকাতার আয়োজকের কণ্ঠেও তাই বিষাদের সুর। তিনিও চেয়েছিলেন লিও এবার বাংলাদেশেও আসুক। তবে দুই দেশের বহুবিধ টানাপোড়েনে আপাতত সেই পথ রুদ্ধ।
তবে মেসি বাংলাদেশে না এলেও বাংলাদেশিদের জন্য কিছু একটা করার চেষ্টা চলছে। সেই সাথে বাংলাদেশের ক্রিকেট লিজেন্ড সাকিব আল হাসানকেও মেসি ইভেন্টে আমন্ত্রণ জানানোর চেষ্ট হচ্ছে। দেখা যাক বিগ ফ্যান সাকিবের সাথে ফুটবল মহাতারকার দেখাটা এবার হয়েই যায় কি না?
মেসি সাকিব মেলবন্ধন দূর থেকে হলেও বাংলাদেশি ভক্তদের জন্য এক পশলা স্বস্তির বৃষ্টির মতন। একই মঞ্চে সাকিব আল হাসান আর মেসি, দৃশ্যটা তো অনেকের কাছেই সুন্দরতম কল্পনার মতোই।
