শুধু খবর নয়, খবরে খবরে গল্প গাঁথতে আসছে লাতিন বাংলা। লাতিন বাংলার হাতে ধরেই এবার ঘুচে যাবে দূরত্ব, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, প্যারাগুয়ে কিংবা চিলি; সবার সাথে হবে বাংলার অটুট বন্ধন। লাতিন ফুটবল প্রেমে বাংলাদেশের প্রাণবন্ত উৎসব, লাতিনে বাংলাদেশের ব্যবসার সম্ভাবনা, ট্যুরিজম কিংবা বিনোদন, বাংলাদেশি কমিউনিটি কিংবা প্রবাহমান সংস্কৃতি; গল্পে গল্পেই গড়বো সেতু বন্ধন; গল্পে গাঁথতে নিজেকে লাতিন বাংলায় চোখ রাখুন সারাক্ষণ, সাথে থাকুন; আনন্দে বাঁচুন; সাম্বার তাল মিলে যাক ভাটিয়ালি, ভাওয়াইয়ার ছন্দে।
