ফুটবলের দেশ ব্রাজিল ক্রিকেটটাকেও রপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছেও আইকন সাকিব আল হাসান। এক ক্রিকেট এক্সপোতে ব্রাজিল ক্রিকেটের স্টলের দায়িত্বে থাকা জাতীয় দলের দুই নারীর বক্তব্যও চমক জাগানিয়া।
তারাও বাংলাদেশকে চেনেন ও জানেন, কেবল সাকিবকে চেনেন বলেই! অথচ সেই সাকিব এখন বাংলাদেশেই অপাংতেয়!
