ব্রাজিলের সব খেলায় এখন নজর
ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন — ব্রাজিল, এক নামেই যার পরিচয় “সাম্বার দেশ”।
কিন্তু এখন ব্রাজিল শুধু ফুটবলেই নয়, ছাপ রেখে চলেছে অলিম্পিকের নানা খেলায়ও।
টোকিও অলিম্পিকে স্বর্ণ জয়ের পর থেকে ব্রাজিলের ফুটবলাররা প্রমাণ করেছেন—
তারা শুধু ক্লাব ফুটবলের তারকা নয়, জাতীয় গৌরবের প্রতীকও।
নেইমার, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস—সবাই মিলে গড়েছেন নতুন ইতিহাস।
তবে ব্রাজিলের গল্প এখানেই শেষ নয়।
অলিম্পিক অ্যাথলেটিক্স, ভলিবল, জিমন্যাস্টিকস, সাঁতার, এমনকি স্কেটবোর্ডিংয়েও এখন নিয়মিত দেখা যায় ব্রাজিলিয়ান পতাকা।
দেশটির স্পোর্টস একাডেমিগুলো এখন গড়ে তুলছে বহুমুখী প্রতিভা—
যারা ফুটবলের মতোই ছন্দ খুঁজে নিচ্ছে অন্য খেলায়।
বিশেষজ্ঞরা বলছেন,
“ব্রাজিল এখন কেবল ফুটবলের নয়, এটি পূর্ণাঙ্গ ক্রীড়া জাতি।”
যেখানে প্রতিটি খেলায় আছে আবেগ, উৎসব আর জাতীয় গর্বের ছোঁয়া।
আর এই কারণেই আজ সারা বিশ্বের নজর শুধু ব্রাজিলের ফুটবলে নয়—
ব্রাজিলের প্রতিটি খেলায়।
