আকাশ কুসুম কল্পনা নয়। ল্যাটিন বাংলা এখন বাংলাদেশের প্রতিনিধি হয়েই ব্রাজিলের মতো ফুটবল দলের অনুশীলন কভার করছে। আর প্রথমবার বাংলাদেশের পতাকাবাহী কাউকে পেয়ে মুগ্ধ ব্রাজিল ফুটবল ফেডারেশনও। ল্যাটিন বাংলার পাশাপাশি ধন্যবাদ দিলো বাংলাদেশি মানুষদেরও।
রিও ডি জেনিরিও থেকে প্রায় শ’ খানেক কিলোমিটার দূরে গ্রাঞ্জা কুমারিতেই চলে ব্রাজিল দলের অনুশীলন। এখানেই নিভৃতে নিবিড়ভাবে শিষ্যদের পাঠ দেন গম্ভীর মুখের কার্লোস আনচেলত্তি।
গ্রাঞ্জাতে দাঁড়িয়েই বাংলাদেশি মানুষ ও ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিল ফুটবল দলের কমিউনিকেশন ডিরেক্টর। জানালেন, বাংলাদেশের এই ব্রাজিল প্রেমের গল্প তিনি হরহামেশাই দেখেন।
ল্যাটিন বাংলা ঠিক এই কাজটাই করতে চায়। বাংলাদেশ ও ব্রাজিলকে আনতে চায় আরো কাছে, হোক সেটা ফুটবল, কালচার কিংবা বিনোদনে, বাণিজ্যে।
